শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মালয়েশিয়ায় মসজিদে এটিএম বুথে চাল পাবেন অভাবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: নতুন ও অভিনব একটি উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিজ ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট (জেএডব্লিউআই)। তারা কুয়ালালামপুরের একটি মসজিদের পাশে এমন একটি এটিএম বুথ চালু করেছে, যেখান থেকে অভাবী মানুষেরা নির্ধারিত কার্ড ঢুকিয়ে চাল নিতে পারবেন।

চ্যানেল নিউজ এশিয়া ডটকমের খবরে বলা হয়েছে, শুক্রবার কামপুং দাতুক কেরামাত এলাকায় আল-আকরাম মসজিদে এই এটিএম বুথ চালু করে ওই জেএডব্লিউআই কর্তৃপক্ষ। মূলত জাকাত সুবিধাভোগীদের জন্য এ সেবা চালু করা হয়েছে।

সূত্র আরও জানায়, জাকাত সুবিধাভোগীরা তাদের দেওয়া কার্ড মেশিনটির সেনসরে রাখলেই সঙ্গে সঙ্গে দুই কেজির মতো চাল পাবেন। এ মেশিনের মাধ্যমে দাতারা নগদ টাকাও দিতে পারবেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ