শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ভারতীয় মুভির গান বাজানোয় পাকিস্তানের স্কুলের রেজিস্ট্রেশন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচির একটি স্কুলের অনুমোদন বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ, ওই স্কুলে ভারতের মুভির গান ‘ফির ভি দিল হ্য়ায় হিন্দুস্তানি’ বাজানো হয়েছে। সূত্র– হিন্দুস্তান টাইমস।

সূত্রের খবরে প্রকাশ, করাচির মামা বেবি কেয়ার স্কুলে ছিল অনুষ্ঠান। সেখানেই বলিউডি গানের সঙ্গে নাচানাচি করতে দেখা যায় স্কুলের শিক্ষার্থীদের। বিষয়টি নজরে আসে ডায়রেক্টরেট অফ প্রাইভেট ইন্সটিটিউশনের কর্তাদের। ব্যস! স্কুলটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বাতিল করে দেওয়া হয় রেজিস্ট্রেশন।

করাচির ডায়রেক্টরেট অফ প্রাইভেট ইন্সটিটিউশনের কর্তাদের মতে, এই ধরনের গান আদতে পাকস্তান পরিপন্থী। এমনটা সহ্য করার সুযোগ নেই।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে এখন তলানিতে। একে-অপরকে চোখা চোখা বাক্য-বাণে বিদ্ধ করছেন দু'দেশের কর্তারা। এরই মাঝে কিনা চলছে ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ