বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


দলে সংস্কার চাওয়ায় বহিষ্কৃত জামায়াত নেতা মনজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে দলের বিরুদ্ধে প্রচারণা এবং দলের সংস্কার চাওয়ায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মজিবুর রহমান মনজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মজিবুর রহমান এ বিষয়ে শনিবার (১৬ ফেব্রুয়ারি) তার ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন। মজিবুর রহমান জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।

বহিষ্কারের বিষয়ে মজিবুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেন, ‘শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের পক্ষ থেকে নির্বাহী পরিষদের একজন সদস্য আমাকে জানায়, আমার দলীয় সদস্যপদ বাতিল করা হয়েছে'।

১৯৮৮ সালে শিবিরের রাজনীতি এবং ২০০৪ সালে জামায়াতের রাজনীতিতে যোগ দেন মজিবুর রহমান। দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে তার মতভিন্নতার কথা জানান মজিবুর। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে মজিবুর বলেন, ‘শত শত শহীদের রক্ত একদিন কথা বলবে’।

এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল লন্ডন প্রবাসী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগের পরদিনই এ নেতাকে বহিষ্কার করা হলো।

ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়টি দলের সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানালেও মজিবুর রহমানের বহিষ্কারের বিষয়ে শনিবার রাত পৌনে আটটা নাগাদ তারা কোনো বিবৃতি দেয়নি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ