বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কবি আল-মাহমুদের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের খ্যাতিমান কবি আল-মাহমুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

আজ রোববার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, কবি আল-মাহমুদ বাংলা কবিতা ও সাহিত্যের জগতের প্রখ্যাত কবি ছিলেন। বাংলা সাহিত্যে তার ভ’মিকা জাতির কাছে চীর স্মরণীয় হয়ে থাকবে। কবি আল-মাহমুদ ছিলেন মুসলিম জাগরনের কবি।

ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্লোভ, নির্ভিক ও সৎ মানুষ। তার ইন্তেকালে বাংলা সাহিত্য এতিম হয়ে গেলো। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহ তা‘আলার দরবারে তার রূহের মাগফেরাত কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ