বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


২০১৭ সাল থেকে ফ্রান্সে ৭টি মসজিদ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৭টি মসজিদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।ফরাসি সরকার গত বুধবার ঘোষণা করেন, ২০১৭ সালের অক্টোবর মাস থেকে সন্ত্রাসবিরোধী আইন প্রণয়নের পর থেকে ৭টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই আইন প্রণয়নের পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী ৯৩ জন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১০৬ জন ব্যক্তিকে বন্দি করা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের ১৩ই নভেম্বরে হামলার পর জরুরি অবস্থার অবসানের জন্য সেদেশর পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী এক আইন পাস করা হয়।

সে আইন প্রণয়নের পর পুলিশকে যে কোন ধরণের পদক্ষেপ নেয়ার অধিকার দিয়েছে দেধেশটি। এমনকি প্রয়োজনে মসজিদ বন্ধ করে দেয়ার অধিকারও দেয়া হয়েছে।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ