শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘যৌন নিপীড়ন করে’ তদন্তের মুখে ভ্যাটিকানের দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৭৪ বছর বয়সী ভেনচুরা এখন তদন্তের মুখে পড়েছেন।

১০ বছর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন আর্চবিশপ ভেনচুরা। সম্প্রতি ধর্মযাজকদের বিরুদ্ধে একের পর এক যৌন নিপীড়নের অভিযোগের মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করল।

বিবিসি ও সিএনএন-এর খবরে প্রকাশ, গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউনহলে মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকরাসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা। ওই অনুষ্ঠানে অধস্তন এক কর্মকর্তাকে ভেনচুরা যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ আছে।

২৪ জানুয়ারি ভেনচুরার বিরুদ্ধে মেয়রের কার্যালয় অভিযোগ দায়ের করলে পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

গত সপ্তাহেই ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিক্যানের প্রধান পোপ ফ্রান্সিস স্বীকার করেন, পুরোহিত, যাজক ও বিশপেরা সন্ন্যাসিনীদের (নান) যৌন হয়রানি করেন

কেপি


সম্পর্কিত খবর