শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইজতেমার ময়দান খালি করে দিতে হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে ৬ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ বিকেল ৫টার মধ্যেই ইজতেমা ময়দান খালি করতে হবে।

র‌্যাব-১ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, ইজতেমা খুব সুন্দর ও ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করতে বলা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১১টা ৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় এবারের ইজতেমা।

-এটি


সম্পর্কিত খবর