বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


অস্ট্রিয়ায় ৬টি মসজিদ বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অস্ট্রিয়ায় সরকারের সেদেশর ৬টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর তা বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

ভিয়েনার একটি আদালত সরকারের এ সিদ্ধান্তকে আইল লঙ্ঘন হিসেব অবিহিত করে সরকারের সে সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা দিয়েছে।

বিদ্যমান সমস্যা সমাধান ও সংশোধনের জন্য যথেষ্ট সময় দেয়া ছাড়াই মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বৈধ হবে না বলে জানিয়েছে এ আদালত। পরে সরকার এ সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হয়েছেন বলে জানা যায়।

অস্ট্রিয়ার সরকার গতবছরের জুন মাসে চরমপন্থা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেদেশের বেশ কয়েকটি মসজিদ বন্ধ করার আদেশ দেয় বলে জানা যায় বিবিসিসহ আরো কয়েকটি প্রত্রিকার বরাতে।

অস্ট্রিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে, ইসলামফোবিয়ার বিস্তারের পাশাপাশি হিজাব নিষিদ্ধ ও মসজিদ বন্ধ করার মতো বিষয়গুলো সংবাদপত্রের শিরোনামে পরিণত হয়েছে। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ