শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে চিকিৎসাধীন এক শিশুকে স্থানান্তরের কারণে মারা গেছে।

সরকারি এই হাসপাতালে আগুন লাগার কারনে তাতে ভর্তি ১২শ’র মতো রোগীর সবাইকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু ওয়ার্ডে ভর্তি থাকা ওই শিশুটিকে পাঠানো হয়েছিল পাশের বেসরকারি কেয়ার হাসপাতালে।

কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মুহাম্মদ. আব্দুল্লাহ খান বলেন, শিশুটিকে অক্সিজেন দেয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছে। আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি।

তিনি বলেন, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে কেয়ার হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে ২৭ জন ভর্তি হয়েছেন।

অগ্নিকাণ্ডের কারনে সরকারি হাসপাতাল ছেড়ে আসতে বাধ্য হওয়া এই রোগীদের কেয়ার কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ খান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ