শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিউনিখ শহরে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল শেরাটন আরাবেলা পার্কের কনফারেন্স রুমে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম নিরাপত্তা সম্মেলন উপলক্ষে গতকাল ঢাকা ছাড়েন।

মিউনিখে প্রবাসী বাংলাদেশিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করেছে। এত বিশাল আকারে অংশগ্রহণ অতীতে কখনো দেখা যায়নি।

নির্বাচনে বিএনপির ভরাডুবির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ছিলো তাদের একটা উদ্দেশ্য, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট) জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মিউনিখ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ