শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইজতেমায় জুমা পড়বেন আল্লামা শফী; থাকবেন মুনাজাত পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

অসুস্থ শরীর নিয়েও বিশ্ব ইজতেমায় উপস্থিত হচ্ছেন আল্লামা আহমদ শফী। জুমার নামাজ আদায় করবেন বিশ্ব ইজতেমা ময়দানে।

আজ (শুক্রবার) ১৫ফেব্রুয়ারি সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে হেলিকপ্টার যোগে রাঙ্গুনিয়া থেকে রওনা হয়েছেন আল্লামা শাহ আহমদ শফী।

তিনি টঙ্গী বিশ্ব ইজতেমায় আজকের জুমার নামাজ আদায় করবেন এবং আগামীকাল মুনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে অবস্থান করবে বলে জানিয়েছেন আল্লামা আহমদ শফীর সফরসঙ্গী মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী জানান, গত দুই বছরই আল্লামা আহমদ শফি চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমী শুরার প্রতি সম্মান জানিয়ে অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় শরীক হচ্ছেন তিনি।

কাকরাইলের শুরা ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ইজতেমা। আগামীকাল দুপুর ১২ টার দিকে মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

উল্লেখ্য, গত ১বছর ধরে চলে আসা তাবলীগ জামাতের দুই পক্ষের বিরোধ নিরসন এবং মাওলানা সাদ পক্ষের লোকদের তওবা করে আলেমদের নেতৃত্বে এক হয়ে কাজ করার জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছেন আল্লামা আহমদ শফী।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ