সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বইমেলায় কবি রুকাইয়া মাবরুরা'র মধ্যরাতের ডুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী>

সুখ বা আনন্দের সময়গুলো সত্যিই খুব দ্রুত চলে যায়। এ যেমন দেখতে দেখতে চলে গেল অমর একুশে গ্রন্থমেলার ১৪টি সুখময় দিন। একুশে বইমেলা মানেই যে বইয়ের সোঁদাগন্ধে মৌ মৌ বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান

প্রতিদিনই নতুন নতুন বইয়ে রঙিন হয়ে ওঠা প্রতিটি স্টল, প্যাভিলিয়ন। স্টলে স্টলে ঘুরে বেড়ানো বইপোকাদের দল। এ যেন এক অন্যবসন্ত। এমনই বসন্তের হাওয়ায় যোগ হয়েছে কবি রুকাইয়া মাবরুরা'র কবিতার বই 'মধ্যরাতের ডুব।' পাখিদের মত ডানা মেলেছে বসন্তের মৌ মৌ গন্ধে।

কবিতা হচ্ছে এক আবরণের নাম। কবিতা হচ্ছে কালের এক মহান সাক্ষীর নাম। বাংলা ভাষাসাহিত্যে এর উপস্থিতি গদ্যেরও আগে। সুপ্রাচীনকাল থেকে মানুষের সংস্কৃতি, মানস ও সময়কে ধারন করেছে কবিতা।

কবিতা যে মানুষের ভিতরকার এক জিনিস সে কথা মানুষমাত্রেই স্বীকার করতে বাধ্য। ফলে কবিতায় কবির মানস ও চিন্তাধারা একেকবারে একেকরূপে হাজির হয়। বিবিধ বৈষম্যের কথা বলে। যেমন হাজির হয়েছেন কবি 'রুকাইয়া মাবরুরা' তার 'মধ্যরাতের ডুব' নিয়ে।

এই বইতে কবির কবিতায় যে অজস্র ভাবনা, বোধ ও দর্শনের সঙ্গে পাঠক অন্তরঙ্গ হবেন, তা থেকে পাঠক সহজেই উপলব্ধি করবেন ইসলাম, মুহাব্বত, দহনবোধ ইত্যাদির ক্ষেত্রে কবির কী গহীনে বিচরণ!

কত দূরে চলে গেছেন কবি একাকী, কবিতার পথ হেঁটে হেঁটে। হামীম কেফায়েত এর অনিন্দ্য শৈল্পিক প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে 'বই ঘর' প্রকাশনী।

মেলায় তাদের স্টল নং ৫৪৯। বইটির মূদ্রিত মূল্য ১৫০ টাকা মেলা ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুক শপে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ