শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


একাদশ নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ঐক্যফ্রন্ট প্রার্থীদের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলো বিএনপি ও গণফোরাম।

‘ভোট ডাকাতি’ ও ‘কারচুপির’ অভিযোগ বিএনপির সাত প্রার্থীসহ গণফোরামের কয়েকজন এ মামলা করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রথম মামলা করেন বলে জানা যায়।

বিএনপির পক্ষ থেকে মামলা করা সাত প্রার্থী হলেন, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজারের-৩ আসনের নাসের রহমান, মুন্সিগঞ্জ-৩ আসন থেকে আবদুল হাই, ভোলা-২ আসন থেকে মো. হাফিজ ইব্রাহিম, ঝিনাইদহ-৪ থেকে সাইফুল ইসলাম ফিরোজ এবং টাঙ্গাইল-৭ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মামলার আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, আমি মূলত ঢাকা বিভাগের মামলাগুলো দেখছি। তবে এর বাইরেও কেউ কারো কারোটা দেখছি।

তিনি জানান, মামলায় ভোটের আগে-পরে হামলা, গায়েবি মামলাসহ ভোটে বিদেশি পর্যবেক্ষকদের যে চিত্র তুলে ধরেছেন সেগুলো উল্লেখ করা হয়েছে। এবং সুনির্দিষ্ট আসনে কী হয়েছে, সেটাও উল্লেখ করা হয়েছে।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ছাড়াও গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল মামলা করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ