শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইমরান খানের সাথে তালেবানের বৈঠক ১৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসবে তালেবান। ১৮ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এক বিবৃতিতে গতকাল বুধবার তারা জানায়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারা। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইমরান খান ছাড়াও তারা মার্কিন মধ্যস্থতাকারী দলের সঙ্গে দেখা করে পাক-আফগান সম্পর্ক নিয়ে কথা বলবেন।

১৪ ফেব্রুয়ারি দোহায় তালেবান ও মার্কিন কর্মকর্তাদের বৈঠকে বসার কথা থাকলেও, পরে জানানো হয় পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করবেন তারা। মঙ্গলবার ১৪ সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করে তালেবান। দলটির নেতৃত্ব দেবেন মুহাম্মদ আব্বাস স্তানিকজাই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ