মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


বর্ধিত বেতন-ভাতা পাননি দিল্লির ইমাম-মুয়াজ্জিনেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

ঘোষণা অনুযায়ী ভারতের দিল্লির ইমাম-মুয়াজ্জিনদের বর্ধিত বেতন-ভাতা দেওয়া হয়নি। ওয়াকফভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জানুয়ারির বর্ধিত বেতন চলতি ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল। কিন্তু এ মাসের ১২ দিন অতিবাহিত হলেও ইমাম-মুয়াজ্জিনেরা তাদের বর্ধিত বেতন-ভাতা পাননি।

২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম-মুয়াজ্জিনের উপস্থিতিতে দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দেন, দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।

ওই সময় তিনি আরও জানান, ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন সুবিধা পাবেন। এ ছাড়া, ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেওয়া হবে।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ