শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইসলামি সংগীতে বাজনা থাকলে সেটা কি শোনা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে গজল বা নাশিদকে ইসলাশি সংগীত বলা হয় এবং এই ইসলামি সংগীতে অনেক শিল্পী মিউজিক ব্যবহার করে। আসুন জেনে নেই ব্যাপারে নিয়ে ইসলাম কী বলে।

বাজনা শোনা নাজায়েয। তাই হামদ-নাতের সাথে বাজনা থাকলে ওই হামদ-নাত শোনা জায়েয হবে না। এছাড়া হামদ-নাত, গজলের সাথে এটা যুক্ত করা বেয়াদবিও বটে। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য।

তবে হামদ-নাত, গজল যদি সম্পূর্ণ বাজনা ও মিউজিক মুক্ত হয় এবং তার কথা যদি সহিহ হয়, শরিয়তের কোনো আকিদা বা নির্দেশের পরিপন্থী না হয় তাহলে তা বলা ও শোনা জায়েয।

উল্লেখ্য, যারা হামদ-নাত বা ইসলামি ধাঁচের গজল পরিবেশন করবে তাদের দায়িত্ব হল এতে স্বাতন্ত্র্য বজায় রাখা এবং গানের সুরে তা না বলা। তদ্রুপ এসব ক্ষেত্রে অন্যদের পরিভাষা যেমন কনসার্ট, গান ইত্যাদি শব্দও পরিহার করা উচিত।

-সহীহ বুখারী হাদীস ৫৫৯০, সুনানে আবু দাউদ হাদীস ৩৬৮৫, মুসতাদরাকে হাকেম হাদীস ৬৯০৮, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪৫, ফাতহুল কাদীর ৬/৪৮১, আলবাহরুর রায়েক ৭/৮৮

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ