শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘অসুস্থ বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবনমরণ সন্ধিক্ষণে হেফাযতে ইসলামের মহাসচিব বরেণ্য আলেমেদীন আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিয়ে তাঁকে বিদেশে চিকিৎসা করোনো জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, আল্লামা বাবুনগরীকে মানবিক কারণেই বিদেশে চিকিৎসা করানো উচিত। এব্যাপারে গড়িমসি করা উচিত হবে না। তাঁর পাসপোর্ট অনেকদিন যাবৎ সরকার জব্দ করে নিয়েছে। এখন যেহেতু তাঁর শারিরিক অবস্থার অবনতি তাই তাঁকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাবুনগরীর আশু রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ