বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


ইরানের কুরআন প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশের ৪ প্রতিনিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ঢাকায় ইরানী কালচারাল সেন্টার এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরআন প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০১৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করার জন্য এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দুটি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়েছে।

নির্বাচিতরা হচ্ছেন, পুরুষদের মধ্যে ক্বিরাত বিভাগে ক্বারী আল ইমরান, পুরুষদের মধ্যে হেফজ বিভাগে হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ মাহমুদ, নারীদের মধ্যে হেফজ বিভাগে হাফেজা আয়েশা সিদ্দিকা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ক্বিরাত বিভাগে ক্বারি মাজহারুল ইসলাম।

এদের মধ্যে হাফেজা আয়েশা সিদ্দিকা এবং দৃষ্টি প্রতিবন্ধী ক্বারি মাজহারুল ইসলাম যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

আরআর


সম্পর্কিত খবর