মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


রিজার্ভের টাকা উদ্ধারে চলতি মাসেই মামলা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের টাকা উদ্ধারে এ মাসেই নিউইয়র্কের আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

প্রায় সাড়ে ৩ ঘণ্টার এ বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, এ মাসের ভেতরেই মামলা করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ মামলা পরিচালনার জন্য বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দুইজন আইনজীবী আছেন। তারা যৌথভাবে এ মামলা দায়ের করবেন।

তবে কার বিরুদ্ধে মামলা করা হবে, এখনও সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আন্তর্জাতিক আদালতের আইন অনুযায়ী, এ মামলা ৩ ফেব্রুয়ারির মধ্যে করার সময়সীমা নির্ধারিত আছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা ও ফিলিপাইন থেকে মোট ২ কোটি ৯০ লাখ ডলার ফেরত আনা হয়। তবে, এখনো উদ্ধার হয়নি ৬ কোটি ৬৪ লাখ ডলার বা সাড়ে পাঁচশো কোটি টাকা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ