শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি, যানজট নিরসনের নির্দেশনা দিয়ে, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদও দেন তিনি। দুপুরে সচিবালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন শেখ হাসিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে বঙ্গবন্ধু কন্যাকে দেয়া হয় লালগালিচা অভ্যর্থনা।

এসময় মন্ত্রী-সচিবসহ মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন জনগণের কল্যাণে তার রাজনৈতিক দর্শন।

দেশকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা। পাশাপাশি, যানজট নিরসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ