বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৭ জানুয়ারি থেকে এক মাস সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ রোববার বিকেলে সচিবালয়ে এসএসসি পরীক্ষা সামনে রেখে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এই নির্দেশের কথা জানান। মন্ত্রী বলেন, ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

অংশ নেবে ২১ লাখ ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী। এবার প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষাকেন্দ্রে প্রথমবার ফয়েল কাগজের মোড়কে প্রশ্নপত্র পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রশ্নফাঁস রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। গুজব ঠেকাতেরও সক্রিয় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। ত্রিশ মিনিট আগে ঢুকতে হবে। কেন্দ্র সচিব ছাড়া আর কেউ মোবাইল ফোন দিতে পারবেন না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ