শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মার্চে ঢাকা উত্তর সিটি নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মার্চে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেছেন, উপজেলা পরিষদের মাঝেই ডিএনসিসির উপনির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার (১৬ জানুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি।

আগামী মার্চের প্রথম দিকে ধাপে ধাপে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু করতে যাচ্ছে ইসি।

ঢাকার উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন, সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ২০১৮ সালের ৯ জানুয়ারি ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওই বছরের ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। আর ভোটগ্রহণের কথা ছিল ২৬ ফেব্রুয়ারি। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের গত ১৬ জানুয়ারি ভাটারা থানার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করলে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেন। বুধবার উচ্চ আদালত ওই রিট খারিজ করে দেন।

এ বিষয়ে সিইসি বলেন, আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলব। উপজেলা পরিষদ নির্বাচনের মাঝেই এ নির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে

আরআর


সম্পর্কিত খবর