বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


তাবলিগের ব্যাপারে ফের দারুল উলুম দেওবন্দের সতর্ক বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ আসআদ কাসেমি: তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্কট না মেটা পর্যন্ত ভারতের দারুল উলুমের দেওবন্দ দুই গ্রুপের কোনো দিকেই সম্পর্ক রাখবে না বলে ফের জানিয়ে দিয়েছে।উপমহামদেশে শ্রেষ্ট দীনি এ বিদ্যাপীঠ দ্বিতীয় বারের মতো তাদের অবস্থান জানালো।

আজ (১৭ জানুয়ারি) দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বীনের প্রচার, ইসলামের দাওয়াত আমাদের দায়িত্ব। কিন্তু তাবলিগের পারস্পারিক দ্বন্দ্বে সৃষ্ট ফিতনা থেকে দারুল উলুমকে রক্ষার জন্য দারুল উলুমের দায়িত্বশীলরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছেন; দারুল উলুমের প্রত্যেক সন্তান উভয় দল (শুরা-সাদ) থেকে সম্পর্কহীন থাকবে। এ জন্য সম্মানিত ছাত্ররা দারুল উলুমের অভ্যন্তরে বহিরাগত বা ভিতরগত কোনও তাবলিগি কার্যক্রমে অংশগ্রহন করবেনা।

যদি দারুল উলুমের কোনো ছাত্রকে বা বহিরাগত কোনো ব্যক্তিকে দারুল উলুমের অভ্যন্তরে এমন কার্যক্রমে নজরে আসলে ছাত্ররা যেন তা থেকে বিরত থাকে এবং তড়িৎ জিম্মাদারদের অবগত করবে।

যদি কোনো ছাত্র নির্দেশনার অমান্যতা করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তাবলিগের চলমান এ সঙ্কটের প্রেক্ষিতে গত বছরের শুরুতে দারুল উলুম দেওবন্দ ঘোষণা করে, দ্বন্দ্ব না মেটা পর্যন্ত দারুল উলুমের ভেতর তাবলীগের কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি ক্লিয়ার করে কর্তৃপক্ষ বলেন, আমরা তাবলিগের সঙ্কট নিরসনে বিশ্বাসী। আমরা তাবলীগ জামাতের বিরুদ্ধে নই বরং তাবলীগ জামাতের আপস প্রত্যাশী।

দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কন্ধলভীর আমির দাবি ও কিছু ভ্রান্ত মতামতের প্রেক্ষিতে তাবলিগের এ দ্বন্দ্বের সূচনা। উলামায়ে কেরাম এটি নিরসনের জন্য অনেক চেষ্টা করলেও মাওলানা সাদ তার নিজের ভুল থেকে এখনো স্পষ্টত ফিরে না আসায় দ্বন্দ্ব জিইয়ে রয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ