শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


২০১৮ সেরা ৫ রকমারি বেস্টসেলার শিশু কিশোর বই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম: ২০১৮ সালে রকমারি ডট কমে বিক্রি হওয়া লক্ষ লক্ষ কপি বই থেকে কিছু বই ই বেস্টসেলারের তকমা পেতে সক্ষম হয়েছে। সেই তকমা থেকে বাদ যায় নি শিশু কিশোর বই গুলো।

বেস্টসেলার শিশু কিশোর বইগুলো পেয়েছে পাঠক জনপ্রিয়তা। বই গুলোতে শিশু কিশোরদের জন্য রয়েছে মজার মজার গল্প, কবিতা ও শিক্ষনীয় অনেক কিছু।

২০১৮ সালে শিশু কিশোর বই রকমারি থেকে পাঠক কিনেছে দু হাত ভরে। চলুন দেখে নেয়া যাক ২০১৮ সালে রকমারির সেরা ৫ শিশু কিশোর বইয়ের তালিকা-

১. অঙ্ক ভাইয়া, লেখক চমক হাসান। ২. বৈজ্ঞানিক কল্প কাহিনী ত্রাতিনা, লেখক মুহম্মদ জাফর ইকবাল।

৩. চমক হাসানের গণিতের রঙে হাসিখুশি গণিত।  ৪. রাগিব হাসানের বিজ্ঞানীদের কাণ্ডকারখানা।  ৫. মুহাম্মদ জাফর ইকবালের সহজ ক্যালকুলাস।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ