শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইসরাইলিরা যুক্ত এমন কোনো আয়োজন করবে না মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের কেউ যুক্ত থাকে এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করবে না মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বুধবার এ ঘোষণা দিয়েছেন।

তিনি আরো বলেন, প্যারা সুইমিংয়ে অংশ নিতে যাওয়া ইসরাইলি অ্যাথলেটদের উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বলবৎই থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, খেলা বা অন্য যে কোনো অনুষ্ঠানে যোগ দিতে কোনো ইসরাইলি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। মন্ত্রিসভা এ বিষয়ে একমত হয়েছে।

ইসরাইলের ব্যাপারে তাদের সরকারের অবস্থানের কারণে আর কোনো ইভেন্টের আয়োজন করবে না যেখানে কোনো ইসরাইলি যুক্ত থাকে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিন আন্দোলনের এক শক্ত সমর্থক। তাদের সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। অস্ট্রেলিয়া পূর্ব জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে গত মাসে মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানায়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ