বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জ্বালানির মূল্যবৃদ্ধিতে উত্তাল জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়েতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টায়ার জ্বালিয়ে এবং সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছেন দেশটির নাগরিকেরা।

গতকাল সোমবার (১৪ জানুয়ারি) রাজধানী হারারেতে এ বিক্ষোভের শুরু হয়। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় জিম্বাবুয়ের অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া। মূলত সেখান থেকেই এ সামাজিক বিক্ষোভের শুরু হয়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের আমলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা জিম্বাবুয়ের ওপর থেকে মুখ ফিরিয়ে নিলে দেশটিতে নগদ অর্থের ব্যাপক সংকট দেখা দেয়।

স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শহরের প্রধান প্রধান সড়কে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কোনো গণপরিবহনকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে দাঙ্গা পুলিশের গাড়ি হারারের শহরতলীতে টহল দিচ্ছে। তবে এখানকার বেশিরভাগ দোকানপাটই বন্ধ করা হয়েছে।’

জানা যায়, জিম্বাবুয়ের জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে প্রেসিডেন্ট দেশটিতে জ্বালানির মূল্য প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। যেখানে প্রায় ৮০ শতাংশের বেশি লোক বেকার থাকায় সেখানকার জনগণ এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ