বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আইন মানলে সড়কে স্বস্তি ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাফিক আইন মানলে সড়কে স্বস্তি ফিরবে। তার প্রমাণ হেলমেট ছাড়া কেউ এখন মোটরসাইকেল চালায় না। তাই বাসচালক, যাত্রী এবং পথচারীরা যদি ট্রাফিক আইন মানেন তাহলে সড়কে যে বিশৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক পক্ষ উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সবাই সড়কে নামলে মনে প্রশ্ন জাগে আমরা ওই জায়গায় কত সময়ে যেতে পারবো। এ প্রশ্নের উত্তর সহজ করতে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরও সেটি যথেষ্ট নয় মনে করে আমরা আবারও ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ পালন করতে যাচ্ছি।

এ ট্রাফিক পক্ষের মাধ্যমে সবাইকে ট্রাফিক বিষয়ে সচেতন করতে আমরা চেষ্টা করবো। আমরা যদি সবাই মিলে এ ট্রাফিক নিয়মগুলো মানার চেষ্টা করি তাহলে আমাদের এ দুর্বিষহ যানজট নিরসন হয়ে যাবে।’

ছয় মাস আগেও মোটরসাইকেল চালকরা হেলমেট পরতো না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সবাই হেলমেট পরছে। আমরা শৃঙ্খলায় ফিরতে চাই, এটা তার প্রমাণ। তাই আমরা ঢাকাসহ সারা বাংলাদেশকে দেখাতে চাই কিভাবে আইন মানলে স্বস্তিদায়ক হয় চলাচল।

এতে কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিছুটা সময় বাঁচাতে পারে তাহলে আমরা মনে করবো আমাদের চেষ্টা সফল হয়েছে। আমাদের এ ট্রাফিক সপ্তাহে আপাতত রেড ক্রিসেন্টের সদস্যরা সংযুক্ত হবে। প্রয়োজনে রোববার স্কাউটের সদস্যরাও সংযুক্ত হবে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ