বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


কানাডায় ঠাঁই হলো ঘর পালানো সৌদি তরুণীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে পালানো ১৮ বছরের তরুণী রাহাফ আলকুনুনকে ঠাঁয় দিচ্ছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ আনন্দের সঙ্গে জাতিসংঘের অনুরোধ মেনে রাহাফকে সে দেশে আশ্রয় দেবে।

ট্রুডো জানান, কানাডা মানবাধিকার ও নারীর অধিকারকে সম্মান করে। ফলে জাতিসংঘ অনুরোধ করার পরে তারা সঙ্গে সঙ্গেই অনুমতি দিয়েছেন।

রাহাফ তার এই পালানো, ব্যাংককের বিমানবন্দরে নিজেকে আটকে রাখা ও শেষপর্যন্ত জাতিসংঘের সাহায্য পাওয়ার পুরো সময়টাতেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন।

রাহাফের অভিযোগ, তাকে জোর করে সৌদিতে ফিরিয়ে দেওয়া হলে তার পরিবার তাকে হত্যা করবে।

উল্লেখ্য, রাহাফ ইসলাম ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। আর এ কারণেই পরিবার থেকে কিছুটা চাপের মুখে ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ