সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


শুভ দিন, অশুভ দিন বলে কি আসলেই কিছু আছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পত্রিকা বা পঞ্জিকা  দেখে শুভ দিন বের করে কোন কাজ করা আমাদের সমাজে প্রচলিত। আজকের দিন শুভ, কালকের উমুক সময় অশুভ। আসুন জেনে নেই এ নিয়ে ইসলাম কী বলে।

পঞ্জিকা দেখে শুভ দিন-তারিখ নির্ধারণ করা এবং সে অনুযায়ী কোন কাজ করা একটি ভুল প্রথা।পঞ্জিকায় উল্লেখিত শুভ-অশুভ দিন-তারিখ হিন্দুধর্মের বিভিন্ন অলীক ও শিরকী বিশ্বাস এবং কুসংস্কারের উপর ভিত্তি করে বানানো। এর সাথে মুসলমানদের কোন সম্পর্ক নেই।

ইসলামে অশুভ দিন-তারিখ বলে কিছু নেই। কোনো মাস, দিন বা রাতকে অশুভ মনে করা, বিশেষ কোনো সময়কে বিশেষ কাজের জন্য অশুভ ও অলক্ষুণে মনে করা, সবই জাহেলিয়াতের কুসংস্কার। এর সাথে মুসলিমের কোনো সম্পর্ক নেই। যেমন ইসলামপূর্ব যুগের কোনো কোনো লোকের এই ধারণা ছিল যে, শাওয়াল মাসে বিবাহ-শাদির অনুষ্ঠান অশুভ ও অকল্যাণকর।

উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা. এই ভিত্তিহীন ধারণাকে এই বলে খন্ডন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসেই বিবাহ করেছেন এবং শাওয়াল মাসেই আমার রুখসতি হয়েছে। অথচ তাঁর অনুগ্রহ লাভে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে?

সহীহ মুসলিম, হাদীস ১৪২৩

এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ