বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


কাবা ঘরের মিনার ছুঁয়ে পূর্ণিমার চাঁদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র কাবা ঘরের মিনারের মাথা ছুঁয়ে পরিপূর্ণ চাঁদ দেখে উপস্থিত বায়তুল্লায় অবস্থানকারী দর্শনার্থী ও ওমরাকারীদের হৃদয়কে আকৃষ্ট করেছে। খুব কাছ থেকে যারা সে দৃশ্য দেখেছে, অভিভূত হয়েছে। এ মনোরম দৃশ্য সত্যিই খুব সুন্দর।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২৪ ডিসেম্বর ২০১৮’র প্রথম প্রহরে পূর্ণিমার চাঁদ দ্বিতীয় বারের মতো একেবারেই পবিত্র কাবাঘরের ওপর নেমে এসেছে।

প্রথম বার কাবা ঘরের ওপর যে চাঁদ দেখা গিয়েছিল তা ছিল একটু দূরে। কিন্তু আজকে চাঁদ তার পূর্ণ আকৃতি সুস্পষ্ট করে কাবা ঘরের ওপর প্রায় ১ ঘণ্টা (৫৮ মিনিট) অবস্থান করে।

এবার কাবার মিনার ছুঁয়ে গেল পূর্ণিমার চাঁদ!

২৪ ডিসেম্বর রাত ১২ টা ২৮ মিনিটে পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ স্থির হয়। আর তা কাবা ঘরের ওপর থেকে যখন সরে যায় তখন ঘড়ির কাটায় রাত ১টা ৩১ মিনিট বাজে।

এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে অবস্থান করে।

-এটি


সম্পর্কিত খবর