বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আজান শোনার জন্যই মসজিদের পাশে ফ্ল্যাট কিনেন দীলিপ বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু আজান শোনার জন্যই মসজিদের পাশে বাড়ি কিনিছিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক দীলিপ বিশ্বাস।

বুধবার নিজের এ ফেসবুক টাইমলাইনে এ কথা জানিয়েছেন দীলিপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমিও এটা বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান।

তিনি আরও বলেন, ১৯৯২ সালের কথা। আমার বাবা দীলিপ বিশ্বাস চিরতরে বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন। সবাই তাকে গুলশান-বনানী-বারিধারায় সেটা কেনার উপদেশ দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি পরীবাগে ফ্ল্যাট কিনলেন, যেটি এখন পর্যন্ত আমাদের একমাত্র বর্তমান ও স্থায়ী নিবাস।

তিনি লিখেছেন, মসজিদ সংলগ্ন পরীবাগে এত দাম দিয়ে কেন ফ্ল্যাট কেনা হলো, বাবাকে এই প্রশ্ন করা হলে তিনি সবসময় বলতেন, ‘অন্য কোন জায়গায় চাইলেই তো কিনতে পারতাম, কিন্তু ভোর বেলায় মসজিদ থেকে ফযরের আজান তো শুনতে পেতাম না। তাই এখানেই ফ্ল্যাট টা কিনেছি, যাতে ফযরের আজান শুনে আমার ঘুম টা ভাংগে।’

তিনি আজান নিয়ে বিরুপ মন্তব্যকারী শিল্পী সনু নিগমকে ধিক্কার জানিয়ে লিখেছেন, আমিও মনে করি, পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। আমি যতবার যতগুলো মাজার মসজিদে গিয়েছি, অন্য অনেকেরই হয়তো যাওয়া হয়নি। তাই বলছি মানসিকভাবে অসুস্থ সনু নিগামকে ধিক্কার জানানোর ভাষাও আজ আমি হারিয়ে ফেলেছি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ