শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বিদায়ী মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্যবিদায়ী মন্ত্রীদের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে অনুসন্ধান করে দৃশ্যমান করা হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি বন্ধে দু’মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব আশ্বাস দেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, আমরা নতুনভাবে এবং দৃঢ়ভাবে আস্থার সঙ্গে নতুন বছরে কাজ করতে চাই। নতুন সরকারের ম্যান্ডেট নিয়ে আমরা কথা বলতে চাই না।

তিনি বলেন, দুর্নীতি বন্ধে সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার আমরা দেখছি; মর্নিং শোজ দ্য ডে। আমরা প্রত্যাশা করি, সরকার আমাদের সব ধরনের সাহায্য-সহায়তা করবে।

আমরা সরকারের এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য যা যা করা দরকার করব। দলমত-নির্বিশেষে আমরা কারও দিকে তাকাব না।

নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব জায়গায় যেখানে অনিয়ম-দুর্নীতি আছে, আমরা তা প্রতিরোধ করার চেষ্টা করব।

সেই সঙ্গে দমনেরও কাজ করব। এক্ষেত্রে কোনো বাধাই আমরা মানব না বলে জানান দুদক চেয়ারম্যান।

সরকার অনেক পুরনো মন্ত্রীকে বাদ দিয়েছে, তাদের কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। তাদের বিষয়ে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, মন্ত্রীদের ব্যাপারে প্রশ্ন করলে উত্তর দেয়া কঠিন।

সাবেক বা বর্তমান হিসেবে কোনো কথা নেই, দুর্নীতিবাজ হিসেবে খ্যাত, দুর্নীতির গন্ধ যেখানে আছে, সেখানে আমরা কাজ করব। আমরা কোনো ব্যক্তিকে পৃথক করতে চাই না। আমরা সবাইকে একই পাল্লায় মাপতে চাই।

যারা বাদ পড়েছেন, তাদের বিষয়টা দেখবেন কি না- জবাবে তিনি বলেন, দুর্নীতি যিনিই করছেন বা করবেন বা করেছিলেন আমাদের নজরে এলে তা নিয়ে কাজ করব। কারণ আইন আমার হাতে আছে।

বেসিক ব্যাংক বিষয়ে দু’মাসের মধ্যে অগ্রগতি দেখব কি না- এমন প্রশ্নে তিনি বলেন, শুধু বেসিক ব্যাংক নয়। যে কোনো ব্যাংকের বিষয়েই অগ্রগতি দৃশ্যমান হবে।

আর্থিক খাতসহ সব ধরনের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স। আমরা কোনো মেগা প্রজেক্ট বা নিয়োগের বিষয়ে সম্পৃক্ত থাকব না।

৩০০ আসনে এমপিদের হলফনামা নিয়ে দুদক কাজ করবে বলে যে অঙ্গীকার ছিল, তা পূর্ণ হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ কাজটা এমন নয় যে ধর,মার।

আমরা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছি। এতে যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদের ছাড়ব না। আগামী প্রজন্মের জন্যই কাজটি করতে হবে। এজন্য প্রত্যেকটাই (এমপিদের হলফনামা) আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ