শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের ২৪ জন পূর্ণ মন্ত্রী।

আজ সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৩টা ৪৫ মিনিটে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে রোববার প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঘোষিত তালিকা অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন।

বিদায়ী সরকারে থাকা ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি। আর নতুন সরকারের প্রথমবারের মতো সরকারের দায়িত্ব পালন করবেন ৩১ জন।

এবার মহাজোটের শরিক দলের কোনো নেতাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। শুধু আওয়ামী লীগ নেতারাই থাকছেন মন্ত্রিসভায়।

বঙ্গভবন সূত্রে জানা যায়, শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মতো অতিথির বসার ব্যবস্থা করা হয়। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসার জন্য নামের ট্যাগ লাগানো হয়।

ফুল দিয়ে সাজানো হয় দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ। একসঙ্গে শপথ নেয়ার সুবিধার জন্য বসানো হয় মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে রয়েছে আপ্যায়নের ব্যবস্থা।

শপথ অনুষ্ঠান উপলক্ষে পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অতিথিদের দাওয়াতপত্র পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ