শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাব ইনশাল্লাহ: নতুন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ হ ম মুস্তফা কামাল।

দায়িত্ব পেয়ে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় আর আগের মতো চলবে না। আজ থেকে আপনারা নতুন দেখতে পাবেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আ হ ম মুস্তফা কামাল এ মন্তব্য করেন।

নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলেছে, সেভাবে আর চলবে না। অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে নতুন কলেবরে আজ থেকেই তার যাত্রা শুরু করবে। সেখানে অনেক বড় ও বিশালতা এবং অনেক নতুনত্ব আপনারা দেখতে পাবেন।

শেখ হাসিনা ২০০৮ সালে সরকার গঠনের পর অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বটি দিয়েছিলেন মুহিতকে, যার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতাও ছিল।

আ হ ম মুস্তফা কামাল বলেন, এটা আমার সাবজেক্ট, আমি ওই সাবজেক্ট নিয়েই লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। আমার বিশ্বাস, আপনারাও ফেল করবেন না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের অর্থনীতিকে আরও অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ