শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আহ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে আরো জানা যায়, এখন থেকে আপিল বিভাগের ১ নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ আরও ৪ জন। তারা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি মুহাম্মদ নুরুজ্জামান।

আপিল বিভাগের ২ নং কোর্ট বসবে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে। একই বেঞ্চে আরও থাকবেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

আগামী রবিবার থেকে এ দুটি বেঞ্চ বসবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, মামলা জট কমাতেই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

এছাড়া মুহাম্মদ নুরুজ্জামান ননীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ