বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


রাজধানীতে ট্রাফিক আইন না মানায় ৪১০৬টি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১০৬টি মামলা ও ২২,২৮,৫০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও ৯টি গাড়ি ডাম্পিং ও ১৮৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর জন্য ৫৯০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার জন্য ৩৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৩১৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৩৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি মামলা দেওয়া হয়।

গত মঙ্গলবার (০১ জানুয়ারি) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ