শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


চোখের সুরক্ষায় নতুন সুবিধা ফেসবুক মেসেঞ্জারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছর মেসেঞ্জারে ‘ডার্ক মোড’ নিয়ে আসার কথা জানিয়েছিল ফেসবুক। এবার সেই ফিচার পরীক্ষা শুরু করলো সোশ্যাল মিডিয়া জায়েন্ট। একাধিক দেশে এই ফিচার পেয়েছেন গ্রাহকেরা।

সম্প্রতি টুইটারে ডার্ক মোডে ফেসবুক এর একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। কিন্তু এখন নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচারে মেসেঞ্জার ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর ফলে মেসেঞ্জার ব্যবহারের সময় ফোনের ব্যাটারি কম খরচ হবে, একইসঙ্গে উজ্জ্বল আলোর হাত থেকে রেহাই পাবে চোখ। অ্যাপটি ব্যবহারের সময় চোখে কম চাপ পড়বে।

গত সেপ্টেম্বর মাসে এক রিপোর্টে এই ফিচারের খবর প্রকাশ করেছিল প্রযুক্তির সংবাদ প্রচারকারী মাধ্যমগুলো। এখনও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ