বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জন্য একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

নির্মাণাধীন এ জাহাজটি চীনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রি গেটের নতুন সংস্করণ হতে যাচ্ছে।

ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষে বেইজিং এ অত্যাধুনিক যুদ্ধ জাহাজটি তৈরি করে দিচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রচারিত হয়।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজ নির্মাতা-প্রতিষ্ঠান সিএসএসসি জানান, এ জাহাজটি আধুনিক সমরাস্ত্র সজ্জিত ও সনাক্তকরণ ব্যবস্থা-সম্পন্ন এবং  বিমান, সাবমেরিন ও অন্যান্য জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম।

পাকিস্তান ও চিনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তি অনুযায়ী ইসলামাবাদ এ ধরনের চারটি যুদ্ধজাহাজের আবেদন করেছিল, তার প্রথম এটি।

অত্যাধুনিক এ যুদ্ধ জাহাজটি ০৫৪এপি শ্রেণির। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ০৫৪এ শ্রেণির জাহাজের ওপর ভিত্তি করেই এ জাহাজ তৈরি করা হচ্ছে বলে পাকিস্তানের নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

চীনের রাষ্টীয় গণমাধ্যমে প্রকাশিত হয়, প্রযুক্তিগত দিক দিয়ে পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি বড় সংযোজন যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির সক্ষমতা বৃদ্ধি এবং ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

আরআর

 


সম্পর্কিত খবর