শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নতুন সরকারেরর চ্যালেঞ্জ ইশতেহার বাস্তবায়ন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সরকারেরর চ্যালেঞ্জ ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জনপ্রিয়তা পেয়েছে। এ সাফল্য আওয়ামী লীগের উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে।

ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের ব্যাপারে তিনি বলেন, জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি ও ঐক্যফ্রন্টে নেতাদের শপথ নেয়া উচিত। তাদেরও মানুষ ভোট দিয়েছে। তারা তাদের প্রতি সম্মান দেখিয়ে আশা করি শপথে অংশ নেবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এই নির্বাচনে বিএনপি এককভাবে ৫টি এবং জোটগত হিসেবে ৭টি আসনে বিজয়ী হয়েছে। তবে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তারা এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

আরআর


সম্পর্কিত খবর