বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। সন্ধ্যায় নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এসময় কয়েকটি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করেন ইসি সচিব। এছাড়া, ২২ কেন্দ্র স্থগিত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে। ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ করলেও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন ভোট সুষ্ঠু হয়েছে। এদিকে, কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখে সন্তোষ জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা।

আজ রোববার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ২৯৯টি আসনের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে বেছে নেন ভোটাররা। কেন্দ্রে আনসার, পুলিশ, র‍্যাব, বিজেবি ও সেনাবাহিনীর উপস্থিতির ফলে স্বস্তি ছিলো ভোটারদের মধ্যে।

নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও দাবি তার। এদিকে, সকাল থেকেই ভোট বর্জনের ঘোষণা দেন কিছু প্রার্থী। তাদের অভিযোগ, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। বেশ কিছু এলাকায় সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান সিইসি। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ