শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ভোট দিতে ঢাকা ছাড়ছেন ঢাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের শেষ কার্যদিবস আজ। জাতীয় নির্বাচন, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে সামনে টানা চার দিন ছুটি।

রেলস্টেশন, বাসস্টান্ড ও লঞ্চঘাটে স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় অনেক বেশি। যাত্রী চাপ সামলাতে প্রতিটি ট্রেনেই সংযোগ করা হচ্ছে অতিরিক্ত বগি।

জরিপ অনুযায়ী রাজধানী ঢাকার জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ। এর বেশিরভাগই ঢাকার বাইরের ভোটার। নির্বাচনের আগে সবশেষ কর্মদিবসে অনেকেই ভোট দিতে বাড়ি ফিরছেন। তাই দিনভরই কমলাপুর রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শীতাংশু চক্রবর্তী জানান, আগামী কয়েকদিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এখন প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করে বাড়তি যাত্রীচাপ সামাল দেয়া হচ্ছে।

এদিকে গাবতলী, সায়েদাবাদসহ রাজধানীর বাসস্টান্ডগুডলোতেও ভোট দিতে বাড়ি ফেরা যাত্রীর উপচেপড়া ভিড়। তবে, দুরপাল্লার বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

বাসমালিক সমিতি বলছে, অনেক বাসই নির্বাচনের কাজে ভাড়া হয়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। তবে, দেরি হলেও সব যাত্রীই যেতে পারবে। সদরঘাট লঞ্চ ঘাটেও স্বাভাবিক সময়ের তুলনায় চাপ অনেক বেশি। যাত্রীদের বেশিরভাগই বাড়ি যাচ্ছেন ভোট দিতে।

-এটি


সম্পর্কিত খবর