শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


প্রার্থী শূন্য আসনে বিএনপি পুনঃতফসিল চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির শূন্য হওয়া আসনে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাক্ষাত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এবং বিএনপির পক্ষে নজরুল ইসলামের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে দু’টি প্রস্তাব করেছি। প্রথমত আমাদের যে ৮টি আসনে আদালতে রায়ে প্রার্থী শূন্য হয়ে গেছে, সেসব আসনে ফের তফসিল দেয়া হোক অথবা আমাদের অন্য যে প্রার্থী ছিল তাদের মধ্য থেকে প্রার্থিতা দেয়া হোক। নির্বাচন কমিশন আমাদের বক্তব্য শুনেছে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচন শেষ হয়নি। কাজেই ভবিষ্যতে যেটা হবে, তা নিয়ে তো এখনই বলা যায় না। মাহবুব উদ্দীন খোকনকে পুলিশ নিজেই গুলি করেছে, কাজেই সেরা পরিবেশ কীভাবে বলা যায়? আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ