শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বাহরাইনে বিভিন্ন মসজিদ থেকে ১৮ বাঙ্গালী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিস সেদেশের বিভিন্ন মসজিদ থেকে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করেছে বলে খবর পাওয়া গেছে।

বাহরাইনের সংবাদ সংস্থার সূত্র মতে জানা গেছে দেশটির আল-মাহরাক শহরের বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমামের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিসের নির্দেশে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন কর্তৃক বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমাম নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমাম শেখ আব্দুল জালিল হামুদ আয-যিয়াদীকে আগস্ট মাসে বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন হত্যা করে তার মৃতদেহকে টুকরো টুকরো করে ফেলে।

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুমিন রহমান এ ব্যাপারে বলেন, এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ১৮ জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে দ্রুত সেদেশ ত্যাগ করার কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন বহরাইনের কর্তৃপক্ষ অপর ১০ জনকে সতর্ক করেছে ও তাদেরকে চলতি সপ্তাহের শেষে বাহরাইন ত্যাগ করার জন্য নোটিশ দিয়েছে বলে জানা যায়। সূত্র: ইকনা

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ