বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসরায়েলের কাছে সমরাস্ত্র কেনার চুক্তি আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র কেনার চুক্তি করেছে। গত মাসে ইসরায়েলের সেনাপ্রধান গাদি আইজেনকোটের গোপন আমিরাত সফর করেন।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক এমনই জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী প্রভাবশালী প্রেসার গ্রুপ আইপ্যাকের প্রধান মর্ট ফ্রিডম্যান বলেন, ইসরায়েলি সেনাপ্রধান গত মাসে গোপনে দুইবার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আইজেনকোট এসব সফরে আবুধাবির যুবরাজ ও আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানসহ সে দেশের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইপ্যাকের চেয়ারম্যান জানিয়েছেন, শেখ মোহাম্মদের সঙ্গে আইজেনকোটের সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাত কুদস দখলদার ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হয়েছে।

এছাড়া এসব সাক্ষাতে আরব আমিরাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ইসরায়েল সফরের উপায় নিয়েও আলোচনা হয়।

সূত্র: পার্সটুডের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ