শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


২৩ ডিসেম্বরের মধ্যে ব্যালট যাবে প্রতিটি জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সব উপকরণ জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। আর ব্যালট পেপার যাবে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথা জানান।

আগামী ৩০ ডিসেম্বর (রোববার) সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য ৪০ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। এরইমধ্যে সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, ব্যালট বক্স, রশিসহ অন্যান্য উপকরণ জেলায় পাঠানো হয়েছে বলে জানা যায়।

নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট পেপার ছাপানোর জন্য বিজি প্রেসকে এরইমধ্যে অর্ডার দেওয়া হয়েছে।

ইসি সচিব আরো বলেন, আমাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় গিয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও বিগত একমাসে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। তারা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

হেলালুদ্দীন আহমদ ব্যালটের বিষয়ে বলেন, আরেকটি প্রস্তুতি বাকি রয়েছে। সেটি হলো ব্যালাট পেপার তৈরি। আশা করছি নির্বাচনের সাত দিন আগেই (২৩ ডিসেম্বর) সব এলাকায় ব্যালট পেপার পৌঁছে যাবে জেলায় জেলায়।

এখনো কিছু এলাকায়, এছাড়া এখনো উচ্চ আদালত থেকে বেশ কিছু নির্দেশনা আসছে। তাই ক্ষেত্র বিশেষ ব্যালট ছাপানো কিছুটা বিলম্ব হতে পারে। তবে অবশ্যই ভোটের ৭ দিন আগেই সব এলাকায় ব্যালট পৌঁছে দেওয়া হবে।

এবার সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ১০দিন মাঠে রাখা হচ্ছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ লক্ষাধিক ফোর্স ভোটের মাঠে থাকবে বলে জানায় ইসি।

নির্বাচনে ইভিএম পরিচালনায় তিন সহস্রাধিক সেনাসদস্য


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ