শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে চায় সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে আমাদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া। এটি একটি অসম নির্বাচন হচ্ছে, নির্বাচনে কোনও সমান্তরাল অবস্থান নেই।’

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহরের পৌর পার্কের উডবার্ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার জোর করে, ভয়-ভীতি দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চায়।’ দেশের মানুষকে ভয় না পেয়ে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি ঠুঁটো জগন্নাথে পরিণত হযেছে। তারা সরকারের যে নির্দেশ তার বাইরে গিয়ে কাজ করতে পারছে না। সরকারি সংস্থা ও আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী নির্বাচন কমিশনের কোনো নির্দেশ মানছে না।’

এসময় বগুড়ার ৭টি আসনের মধ্যে ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ