বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


দিনাজপুরের ওসির প্রত্যাহার চেয়ে ৩ প্রার্থীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামের প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার তিন আসনের বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

শনিবার দুপুরে দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওসির প্রত্যাহার চাওয়া ওই তিন প্রার্থী হলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আকতারুজ্জামান মিয়া।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের এলাকায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের  ব্যানার-পোস্টার ছিড়ে ফেলা, প্রচারণায় বাধা দেয়াসহ পুলিশি হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

প্রার্থীরা বলেন, তফশিল ঘোষণার পরে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন, বখতিয়ার আহমেদ কচি, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুলসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তারা উচ্চ আদালত থেকে জামিন নিলে, পরে অন্য মামলায় আবারও গ্রেফতার করা হয়। বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

দ্রুত এসব বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ওসিসহ উজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, লুৎফর রহমান মিন্টু, অ্যাডভোকেট আনিসুল হক, আখতারুজ্জামান জুয়েল প্রমুখ।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ