শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সরকারের নির্দেশে ড. কামালের ওপর হামলা: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের নির্দেশেই মীরপুর বুদ্ধিজীবী সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামাল ও ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মলেন একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। সরকার প্রধানের নির্দেশেই এমন হামলা হয়েছে বলে অভিযোগও করেন তিনি।

নির্বাচনে নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য কুটিল ষড়যন্ত্রের আভাস বলেও মন্তব্য করেন তিনি। সারাদেশে নেতা-কর্মীদের ওপর হামলা মামলার বন্ধ করে নির্বাচনী পরিবেশের সৃষ্টির আহবান জানান রিজভী।

সূত্রমতে এসময় ড. কামালের বহরে থাকা বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ড. কামালকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন তার সমর্থকরা। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ড. কামাল শহিদ বুদ্ধিজীবীদের কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন৷ এসময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের ওপর হামলার অভিযোগ


সম্পর্কিত খবর