বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘বর্ণবাদী’ বলে বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল গান্ধীর মূর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে 'বর্ণবাদী' বা 'Racist' বলে ঘানার রাজধানী আক্রাতে এক বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল তার মূর্তি।

২০১৬ সালে সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি স্থাপন করা হয়, যার উদ্বোধন করেছিলেন ভারতের তত্‍কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

তথ্যমতে, এ মূর্তি স্থাপনার পর থেকেই এটিকে নিয়ে বিবাদ শুরু হয়। মূর্তি সরানোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পিটিশনও ফাইল করেন। মহাত্মা গান্ধীকে 'Racist'বলে অভিযোগ জানায় অনেকেই। গান্ধীজিরই লেখা একটি বই থেকে এ বিবাদের সূত্রপাত বলেও জানা যায়।

মঙ্গলবার রাতে ঘানা বিশ্ববিদ্যালয় থেকে মহাত্মা গান্ধীর মূর্তি সরিয়ে নেওয়া হয়। আন্দোলনরত ছাত্ররাই এ কর্মকাণ্ডের কথা জানায়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি বলে জানা যায়। সূত্র: কলকাতা

চার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চায় না আওয়ামী লীগ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ