বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তাবলিগের সংকট নিরসনে শাহপরীর দ্বীপে জমিয়তুল উলামার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ টেকনাফ >

টেকনাফ শাহপরীর দ্বীপের স্থানীয় ওলামা সংগঠন জমিতুল উলামা শাহপরীর দ্বীপর ব্যবস্থাপনায় বর্তমান তাবলিগের সংকট নিরসন কল্পে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বাহরুল উলুম বড় মাদরাসায় হাফেজ শফিউল আজমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত বৈঠক আরম্ভ হয় ৷ বৈঠকে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাওলানা জামাল উদ্দীন সভাপরিচালনায় ছিলেন, সংগঠনের সেক্রটারী হাফেজ মাওলানা এনামুল্লাহ্ ও সার্বিক সহযোগীতায় ছিলেন, সহ-সেক্রেটারী হাফেজ  ইয়াহিয়া কলিম।

বর্তমান তাবলীগের সংকট নিরসন এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শাহপরীর দ্বীপ বাহরুল উলুম বড় মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক, শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বৃহত্তর জামে মসজিদের সম্মানিত খতিব, হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ জুনাইদ কাসেমী।

দারুশ শরিয়াহ্ মাদরাসার প্রধান পরিচালক, মাওলানা আমান উল্লাহ্ সাঈদ আল আজিজী। আরো বক্তব্য রাখেন, জমিয়তুল উলামা শাহপরীর দ্বীপের সভাপতি মাওলানা জামাল উদ্দীন, সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সেক্রেটারী হাফেজ মাওলানা এনাম উল্লাহ্, দারুচ ছাক্বাফা মাদ্রাসার প্রধান পরিচালক, মাওলানা রেজাউল করিম আযাদ।

মাওলানা মুহাম্মদ আইয়ূব, মাওলানা ছৈয়দ হোসাইন, মাওলানা রফিক উদ্দীন, মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।

উপস্থিত সবার সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনিত হয়, আগামী কিছু দিনের মধ্যে শাহপরীর দ্বীপের সর্বস্তরের উলামায়ে কিরাম ও তাবলিগের সাথী ভাইদের নিয়ে একটি জোড় অনুষ্ঠিত হবে ৷ উক্ত বৈঠকে শাহপরীর দ্বীপের সর্বস্তরের উলামায়কেরাম উপস্থিত ছিলেন।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ